News Of The Day

স্যালাইন-কাণ্ডে সিআইডি তদন্ত, কেমন আছেন প্রসূতিরা। জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই কেন। আর কী কী

মঙ্গল এবং বুধ পর পর দু’দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকেরা। সিনিয়র, জুনিয়র ডাক্তার, নার্সদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৬:২৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যু, নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে সিআইডি। মঙ্গল এবং বুধ পর পর দু’দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকেরা। সিনিয়র, জুনিয়র ডাক্তার, নার্সদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও, ওষুধ-স্যালাইনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিআইডি কথা বলেছে মৃত এবং অসুস্থ প্রসূতিদের পরিবারের সঙ্গেও।

Advertisement

স্যালাইন-কাণ্ডে সিআইডির তদন্ত কোন পথে এগোচ্ছে, কেমন আছেন প্রসূতিরা

রবিবার থেকে তিন প্রসূতি— মাম্পি সিংহ, নাসরিন খাতুন এবং মিনারা বিবি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এখনও সঙ্কটজনক তিন জনেরই শারীরিক অবস্থা। এদেঁর মধ্যে মাম্পি এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য দুই প্রসূতিকে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হচ্ছে। আজ সিআইডি তদন্তের পাশাপাশি এই তিন প্রসূতির শারীরিক অবস্থা কেমন থাকে সে দিকে নজরে থাকবে।

Advertisement

মালদহে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত ধরা পড়বে কি

মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে যে ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে তাঁর নাম আমির হামজা। তাঁকে আদালতে হাজির করানো হলে ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শাগরেদ ধরা পড়লেও মূল অভিযুক্ত জাকির শেখ এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। অন্য দিকে, হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। কী জন্য ওই হামলা তা এখনও স্পষ্ট নয়। আজ এই ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ কত দূর এগোল

বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভেঙে ফেলতে শুরু করেছে কলকাতা পুরসভা। চারতলা ওই ফ্ল্যাটবাড়ি অনেক দিন ধরেই হেলে ছিল। সেটি সোজা করার জন্য একটি সংস্থাকে বরাত দেন প্রোমোটার। সেই কাজ চলার সময়েই বাড়ির নীচের দিকের একাংশ ভেঙে আরও কাত হয়ে যায় এবং বিপজ্জনক ভাবে পাশের বাড়ির দিকে হেলে থাকে। পুরসভার দাবি, তাদের অগোচরে রেখেই ফ্ল্যাটবাড়িটি সোজা করার কাজ চলছিল। ফ্ল্যাটবাড়ির বাসিন্দারাও দাবি করেছেন, কাউকে বিষয়টি না জানানোর জন্য বলেছিলেন অভিযুক্ত প্রোমোটার। আপাতত বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ওই ফ্ল্যাটটি ভাঙার কাজ চলছে। আজ এই কাজ কতটা এগোয়, কী ভাবে ভাঙা হয়, সে দিকে নজর থাকবে।

জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই, রাজ্যে শীতের ইনিংস কি শেষ

পৌষ সংক্রান্তি পেরিয়ে গিয়েছে। গঙ্গাসাগর মেলা চলছে। তবু রাজ্যে জাঁকিয়ে শীতের দেখা নেই! বরং একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা এসে বাধা দিচ্ছে উত্তুরে হাওয়াকে। তাপমাত্রা বেড়েই চলেছে! কলকাতার তাপমাত্রা গত দু’দিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি। আপাতত কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে সপ্তাহান্তে আবার কিছুটা ঠান্ডা পড়তে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

অনশন তুলবেন পিকে, কোন পথে পরবর্তী আন্দোলন

বিহার পাবলিক সার্ভিস কমিশনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ১৪ দিন ধরে অনশন চালাচ্ছেন জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর (পিকে)। আজ দুপুর ১২টায় অনশন প্রত্যাহারের কথা রয়েছে তাঁর। আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হবে, সেটিও আজ ঘোষণা করবেন তিনি। চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলন করতে গিয়ে সম্প্রতি গ্রেফতারও হন প্রশান্ত। পরে জামিন দেওয়া হয় তাঁকে। বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হস্তক্ষপে অবশেষে অনশন প্রত্যাহারে রাজি হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement