জাভেদ আখতার ও বাবুল সুপ্রিয়
দিল্লির হিংসার ঘটনায় এ কেমন ব্যবস্থা নিচ্ছে পুলিশ? আইবি অফিসার অঙ্কিত শর্মা খুনে আম আদমি পার্টি (আপ)-এর নেতা তাহির হুসেনের নাম জড়ানোর পর, টুইটারে প্রশ্ন তুলেছিলেন জাভেদ আখতার। তার পাল্টায় হিসাবে আসরে নেমেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। একই সঙ্গে, জাভেদের একাধিক মন্তব্য তুলে ধরে তাঁকে আক্রমণ শানিয়েছিলেন চিত্র পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীও।
কিন্তু ‘যুদ্ধ’ এখানেই থামেনি। টুইটে দু’জনকে বিঁধে ফের কটাক্ষ করেছেন ওই কবি ও গীতিকার। এক দিকে, জাভেদ আখতার। অন্য দিকে, বাবুল সুপ্রিয় ও বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। দিল্লির হিংসা নিয়ে সোশাল সাইটে শুরু হয়েছে বাগযুদ্ধ।
দিল্লি হিংসায় নিহতদের মধ্যে রয়েছেন আইবি অফিসার অঙ্কিত শর্মা। সেই ঘটনায় নাম জড়িয়েছে আপ নেতা তাহির হুসেনের। তাকে কেন্দ্র করেই জাভেদ আখতার বনাম বাবুল সুপ্রিয় ও বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর এই সংঘাতের সূত্রপাত। তাহিরের পক্ষে সওয়াল করে প্রথমে টুইট করেছিলেন জাভেদ আখতার। দিল্লি পুলিশের উদ্দেশে তিনি লেখেন, ‘‘অনেকে নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক দোকানপাট লুঠ হয়েছে। অনেকে সর্বস্বান্ত হয়েছেন। কিন্তু পুলিশ একটি মাত্র বাড়িই সিল করেছে এবং সেই বাড়ির মালিককে খুঁজছে। ঘটনাচক্রে বাড়ি মালিকের নাম তাহির। দিল্লি পুলিশের এই দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়।’’
আরও পড়ুন: ১২৩টি এফআইআর, আটক ৬৩০, স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে থমথমে রাজধানী
দিল্লি পুলিশকে বিঁধে জাভেদ আখতারের এই টুইটের প্রত্যুত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। তিনি পাল্টা লিখেছেন, ‘‘লজ্জা হয় যে, দিল্লির এই আগুনে @javedakhtarjadu সাহেবের শুধু মাত্র নিজের ধর্মের দিকেই নজর রয়েছে। যাই হোক, ভালই হয়েছে। কিছু লোকের আসল পরিচয়টা জানা হয়ে গিয়েছে। এক জন ছিলেন মহান কবি যিনি নাস্তিক্যবাদ নিয়ে লেকচার দিয়ে থাকেন। কিন্তু জানি না কখন ওঁর সেই মন ধর্মের কাছে বিক্রি হয়ে গিয়েছে।’’
আরও পড়ুন: ছয় জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, সিএএ বিক্ষোভে মেঘালয়ে হত ১
জাভেদকে নিশানা করে ময়দানে নামেন, ‘দ্য তাসখন্দ ফাইলস’-এর পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীও। ওই ছবিটি প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু নিয়ে তৈরি। বিবেক টুইটে লেখেন, ‘‘জাভেদ সাব নির্বাচিত বিষয়ে মন্তব্য করতে ভালবাসেন। এখানে তেমনই একটি সংকলন দেওয়া হল।’’
এই ‘যুদ্ধ’ অবশ্য এখানেই থামেনি। বাবুল ও বিবেক, দু’জনকেই বিঁধে পাল্টা টুইট করেন জাভেদ আখতার। তিনি লেখেন, ‘‘এখন বিবেক অগ্নিহোত্রী ও বাবুল সুপ্রিয়র আমাকে সাম্প্রদায়িক মনে হচ্ছে। এমন একটা শোচনীয় সময়েও তাঁরা আমাকে হাসাতে সফল হয়েছেন। আমি ওঁদের ধন্যবাদ দেব।’’
দিল্লি হিংসার মধ্যেই চাঁদ বাগ এলাকায় তাহির হুসেনের বাড়ির পাশের নর্দমা থেকে উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিত শর্মার দেহ। অঙ্কিতের পরিবারের অভিযোগ, তাহিরের লোকজনই তাঁকে মারতে মারতে তুলে নিয়ে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তাহির। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় তড়িঘড়ি তাহিরকে সাসপেন্ড করেছে কেজরীবালের দলও। পরিস্থিতি বেগতিক দেখে বেপাত্তা ওই কাউন্সিলর। তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।