তাহির হুসেন।
কেন্দ্রীয় গোয়েন্দা কর্মী খুনের মামলায় আগাম জামিনের আবেদন জানালেন আত্মগোপন করে থাকা আপ নেতা তাহির হুসেন। আজ আইনজীবী মারফত জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদনের প্রতিলিপি বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-কে না-দেওয়ায় আগামিকাল শুনানি হবে বলে সিদ্ধান্ত নেন বিচারক সুধীর জৈন।
গত সপ্তাহে দিল্লির গোষ্ঠী সংঘর্ষে খুন হন আইবি-কর্মী অঙ্কিত শর্মা। তাঁর বাবা শুরু থেকেই ওই হত্যার পিছনে প্রতিবেশী তাহির হুসেনের হাত রয়েছে বলে সরব হন। সেই অভিযোগের ভিত্তিতে তাহিরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তাহিরের বিরুদ্ধে। অঙ্কিত হত্যাকাণ্ড সামনে আসার পর থেকেই উধাও হয়ে যান ওই আপ নেতা। আজ তাঁর আইনজীবী আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন জানাতে এলে অন্য আইনজীবীদের বিরোধিতার মুখে পড়তে হয় তাঁকে।
এ দিকে দিল্লির হোলি উপলক্ষে দিল্লির উপদ্রুত এলাকাগুলি ফের অশান্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। আজ দিল্লির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সংসদ ভবনে এসে অমিত শাহের সঙ্গে দেখা করেন দিল্লি সিপি পদের দায়িত্বপ্রাপ্ত এস এন শ্রীবাস্তব। সূত্রের মতে, হোলি নির্বিঘ্নে না-কাটা পর্যন্ত উপদ্রুত এলাকায় পুলিশ ও আধা সেনার টহল জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।