arvind kejriwal

সোমবার থেকেই খুলে যাচ্ছে দোকানপাট, দিল্লিতে কোভিড নিষেধাজ্ঞা আরও শিথিল করলেন কেজরী

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মল। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে বেসরকারি প্রতিষ্ঠান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৪:৩১
Share:

ছবি: পিটিআই।

দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার, দুটোই এখন নিয়ন্ত্রণে রয়েছে রাজধানীতে। তার ভিত্তিতে দিল্লিতে কোভিড নিষেধাজ্ঞা আরও কিছুটা শিথিল করল অরবিন্দ কেজরীবাল সরকার। সোমবার থেকেই তা কার্যকর হবে। রবিবারই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে বড় জমায়েত এবং স্কুল, কলেজ-সহ বেশ কিছু ক্ষেত্রে এখনও কোভিড নিষেধাজ্ঞা বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি।

Advertisement

যে যে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে

‌১। সোমবার থেকেই খুলছে সমস্ত বাজার, মল।

Advertisement

২। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে রেস্তরাঁ।

৩। সাপ্তাহিক বাজারও সোমবার থেকেই খুলবে। তবে প্রত্যেক এলাকায় একটি করেই বাজার খোলা যাবে।

৪। জরুরি পরিষেবা চালু থাকবে।

৫। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে বেসরকারি প্রতিষ্ঠান।

৬। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মল।

৭। বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকবে না।

যা যা নিষিদ্ধ

১। স্কুল, কলেজ বন্ধ থাকবে।

২। কোনও বড় জমায়েতই করা যাবে না।

৩। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সাঁতার কেন্দ্র, খেলার জায়গা বন্ধ থাকবে।

৪। জিম, যোগাকেন্দ্র, পার্ক বন্ধ থাকবে।

৫। হোটেল বা রেস্তরাঁয় বিয়ে বা অন্য অনুষ্ঠান করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement