Traffic Police

Traffic Police: রাস্তা পরিষ্কার করতে হাতে ঝাঁটা তুলে নিলেন ট্রাফিক পুলিশ!

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১১:৩৭
Share:

রাস্তা ঝাঁট দিচ্ছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ছবি সৌজন্য টুইটার।

তিনি রাস্তার যান চলাচল সামলান। আবার তিনিই রাস্তা পরিষ্কার রাখতে প্রয়োজনে হাতে ঝাড়ুও তুলে নেন। লক্ষ্য একটাই, রাস্তায় পড়ে থাকা পাথরে পিছলে যেন কেউ দুর্ঘটনার শিকার না হন। বা সেই পাথরের খোঁচায় গাড়ির টায়ারের ক্ষতি না হয়। এ সব তিনি একা হাতেই সামলান।

Advertisement

সম্প্রতি দিল্লির এক ট্রাফিক পুলিশের ভিডিয়ো ভাইরাল হয়েছে। নিত্য দিন বাঁশি বাজিয়ে, হাত দেখিয়ে যান চলাচল সামলান যিনি, কর্তব্যরত সেই ট্রাফিক পুলিশকেই এ বার দেখা গেল অন্য ভূমিকায়। যান চলাচল সামলানোর পাশাপাশি পথচারীদের যাতে কোনও ক্ষতি না হয় সেই বিষয়টিও দেখছেন ট্রাফিক পুলিশ, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু সেই কাজই করে সকলের প্রশংসা কুড়োচ্ছেন রাজধানীর ওই ট্রাফিক পুলিশ।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement