ছবি: পিটিআই।
দেশ জুড়েই কমছে সংক্রমণের হার। কিছুটা স্বস্তিতে দিল্লিবাসীও। সেখানে সংক্রমণের হার নামল ৩.৫৮ শতাংশে, যা গত ১ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে ২,২৬০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যুর হারও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ১৮২ জনের। এই মুহূর্তে দিল্লিতে সব মিলিয়ে মৃত ২৩ হাজার ১৩।
দিল্লিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৩০৮। যা গত ১০ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম। দিনে ৮০ হাজার থেকে ১ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হচ্ছে দিল্লিতে। প্রসঙ্গত, মাস খানেক আগেই সেখানে সংক্রমণের হার ছিল প্রায় ২৫ শতাংশ। সে সময়ে সম্পূর্ণ ভেঙে পড়েছিল রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো। অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল প্রচুর করোনা রোগীর। তার প্রায় এক মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে দিল্লির কোভিড পরিস্থিতি।