—প্রতিনিধিত্বমূলক ছবি।
হঠাৎই বিপদ সঙ্কেত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মুম্বইগামী বিমান জরুরি অবতরণ করল আমদাবাদ বিমানবন্দরে।
সোমবার সকালে আকাসা এয়ার বিমান সংস্থার একটি বিমান দিল্লি বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টা ১৩ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে গুজরাতের আমদাবাদ বিমানবন্দরে। তড়িঘড়ি বিমানের সব যাত্রীকে নামানো হয়।
আকাসা বিমানের মুখপাত্র সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “বিমান যখন মধ্য আকাশে, তখন বিপদ সঙ্কেত পান পাইলট। তার পর তিনি কোনও ঝুঁকি না নিয়ে জরুরি ভিত্তিতে বিমানটিকে আমদাবাদ বিমানবন্দরে অবতরণ করান।” সব যাত্রী রয়েছেন বলে জানান তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানে ছিলেন মোট ১৮৬ জন যাত্রী। তাঁদের মধ্যে বিমানের ছ’জন কর্মী এবং এক শিশুও ছিলেন। তবে কী কারণে বিমানটি বিপদ সঙ্কেত পেল, তা অবশ্য স্পষ্ট নয়।