Delhi

Delhi: ই-রিকশা চার্জ দিতে গিয়ে দুর্ঘটনা, তড়িদাহত হয়ে মৃত্যু হল দিল্লির যুবকের

ই-রিকশা চার্জ দেওয়ার গ্যারাজে কাজ করতেন ওই যুবক। চার্জ দেওয়ার সময়ই তড়িদাহত হন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ০৯:১৪
Share:

প্রতীকী ছবি।

ই-রিকশা চার্জ দিতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লির নিহাল বিহার এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৩৪ বছর বয়সি যুবক বিকাশ পুরীর ইন্দিরা ক্যাম্পের বাসিন্দা। তাঁর নাম মাহেন্দর। প্রথমে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘‘চান্দের বিহার এলাকায় ই-রিকশা চার্জ দেওয়ার গ্যারাজে কাজ করতেন মাহেন্দর। ই-রিকশা চার্জ দেওয়ার সময়ই তড়িদাহত হন তিনি।’’ ভারতীয় দণ্ডবিধির ২৮৭ ৩০৪এ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Advertisement

সঞ্জয় গাঁধী হাসপাতালে ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement