Rajasthan

Rajasthan: রাজস্থানে মন্দিরে ঢোকার মুখে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত তিন মহিলা, আহত বেশ কয়েক জন

রাজস্থানের সিকারে সোমবার ভোর ৫টায় মন্দিরে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ০৮:২৯
Share:

ছবি টুইটার।

মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানের সিকারে। পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ খাটু শ্যাম মন্দিরের প্রবেশপথের সামনে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় তিন মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। আহতদের মধ্যে দু’জনকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি আয়ত্তে আনতে মন্দির চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা দিয়েছে, মন্দিরের মূল ফটকের সামনে ভোরে বিপুল পরিমাণে ভক্ত সমাগম হয়। মন্দিরের প্রবেশপথের দরজা খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সে সময়ই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। সিকারের পুলিশ সুপার কুনওয়ার রাষ্ট্রদীপ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement