জেলের পথে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। —ফাইল চিত্র
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় জেলবন্দি কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিনের আবেদন নিয়ে সিবিআইয়ের বক্তব্য জানাতে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বর্তমানে তিহাড় জেলে বন্দি। জামিনের আবেদনে আদালতে চিদম্বরম জানিয়েছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ সিবিআই-কে নিজেদের অবস্থান জানাতে সাত দিনের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল আদালত। এর আগে দায়রা আদালত প্রাক্তন অর্থমন্ত্রীকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানান চিদম্বরম। আজ আদালতে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আর্জি জানান, তাঁর মক্কেলকে প্রতিদিন পরিবারের লোকের সঙ্গে দেখা করতে দেওয়া হোক। সঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রীকে যাতে বাড়ির খাবার দেওয়া হয় সেই আর্জিও পেশ করেন সিব্বল। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা জানান, ইতিমধ্যেই চিদম্বরমকে সপ্তাহে দু’বার পরিজনের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আর্জি জানান, যাতে জেলের নিয়ম ভেঙে কোনও ব্যক্তিকে অতিরিক্ত সুবিধে দেওয়া না হয়। তার প্রেক্ষিতে সিব্বলের আবেদন খারিজ করেছে আদালত।
আজ চিদম্বরমের জামিনের আবেদনের বিরোধিতায় তুষার জানান, এই মামলায় এখনও চার্জশিট দেওয়া বাকি। ২৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। অর্থাৎ এ বছরের জন্মদিনটা (১৬ সেপ্টেম্বর) জেলেই কাটাতে হবে চিদম্বরমকে। অন্য দিকে ওই মামলাতে চিদম্বরম ইডি-র কাছে আত্মসমর্পণ করতে চাইলেও সেই প্রসঙ্গে কাল নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। ইডি আজ জানিয়েছে, যথাসময়েই এই বিষয়ে পদক্ষেপ করা হবে।
সিব্বল আদালতে জানান, ইডি-র দুরভিসন্ধি রয়েছে। চিদম্বরমকে হেনস্থার জন্যই ইডি এই অবস্থান নিচ্ছে। সিব্বল জানান, ২০ ও ২১ অগস্ট চিদম্বরমকে গ্রেফতার করতে প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। কিন্তু বর্তমানে গোটা বিষয়টি নিয়েই আর তৎপর নয় ইডি।
পাল্টা সওয়ালে তুষার জানান, চিদম্বরমকে জেরা করার আগে কয়েকটি বিষয় নিয়ে তদন্ত করার প্রয়োজন।