ফাইল ছবি।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার ব্যাঙ্কের লকারে তল্লাশি চালাল সিবিআই। সিসৌদিয়ার দাবি, সেই লকার থেকে কিছুই পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপে শুরু হওয়া তদন্তে ক্লিনচিট পেয়েছে সিসৌদিয়ার পরিবার।
গাজিয়াবাদের একটি ব্যাঙ্কে লকার রয়েছে সিসৌদিয়া পরিবারের। সেই লকারেই মঙ্গলবার তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি শেষ হওয়ার পর সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। সিসৌদিয়া বলেন, ‘‘লকারে আমার স্ত্রী ও সন্তানদের ৭০ হাজার টাকার গয়না ছিল। আমি খুশি যে প্রধানমন্ত্রীর চাপে আমার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আমার লকারে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কিছুই পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে হওয়া তল্লাশিতে আমি ও আমার পরিবার ক্লিনচিট পেয়েছি।’’
সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযানের সময় অত্যন্ত ভদ্র ব্যবহার করেছেন বলে জানিয়ে কেজরীবালের ডেপুটি বলেন, ‘‘আসলে ওঁরাও জানেন, কিছুই পাওয়া যাবে না। কিন্তু সিবিআইয়ের উপর প্রধানমন্ত্রীর চাপ আছে। যে কোনও উপায়ে মণীশ সিসৌদিয়াকে দুই থেকে তিন মাসের জন্য জেলে ঢোকানোর চাপ।’’
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল একটি টুইটে জানান, তাঁর সরকারের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে তদন্ত চলছে তা ঘৃণ্য রাজনীতির দ্বারা অনুপ্রাণিত। তিনি লেখেন, ‘আমি আশা করব, কেন্দ্র এই নোংরা রাজনীতির খেলা বন্ধ করে আমাদের কাজ করতে দেবে।’
প্রসঙ্গত, গত ১৯ অগস্ট, সিবিআই সিসৌদিয়ার বাসভবনে ম্যারাথন তল্লাশি চালায়। দিল্লিতে নতুন শুল্ক নীতির জেরে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে সিবিআই যে এফআইআর দায়ের করে তাতে প্রথম নাম সিসৌদিয়ার। এই প্রেক্ষিতেই মঙ্গলবার তাঁর ব্যাঙ্কের লকারেও তল্লাশি চালানো হয়। তা নিয়েই আবার বিজেপি সরকারের দিকে তীব্র আক্রমণ শানাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি।