(বাঁ দিকে) মৃত দিল্লির ব্যবসায়ী এবং ঘটনাস্থলে দিল্লি পুলিশ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
প্রাতর্ভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন দিল্লির ব্যবসায়ী সুনীল জৈন। কিন্তু আদৌ তিনি কি দুষ্কৃতীদের নিশানায় ছিলেন? উঠছে প্রশ্ন। সুনীলের এক বন্ধুর দাবি, পরিচয়ে বিভ্রান্তির কারণেই খুন হতে হয়! সেই সঙ্গে তাঁর বয়ানে উঠে এসেছে ‘বিরাট’ নামে এক ব্যক্তির কথা। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁর দাবি, সুনীলকে আততায়ীরা প্রথমে ‘বিরাট’ বলে ডাকেন। মনে করা হচ্ছে, সুনীলের সঙ্গে ‘বিরাট’ নামে কোনও ব্যক্তিকে গুলিয়ে ফেলেছিল দুষ্কৃতীরা।
শনিবার খুনের ঘটনাটি ঘটে উত্তর-পূর্ব দিল্লির শাহদরা এলাকায়। যমুনা স্পোর্টস কমপ্লেক্সের রাস্তা দিয়ে শনিবার সকালে হেঁটে যাচ্ছিলেন সুনীল। প্রতি দিন নিয়ম করে প্রাতর্ভ্রমণে বেরোতেন। সঙ্গে থাকতেন বন্ধুবান্ধবও। প্রাতর্ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের গুলিতে লুটিয়ে পড়েন রাস্তায়। ঘটনার সময় সঙ্গে থাকা ওই বন্ধু জানান, এক বন্দুকধারী প্রথমে এসে সুনীলকে বলে, তাঁর মোবাইল বন্ধ হয়ে গিয়েছে। তার পর জিজ্ঞাসা করে, ‘কার নাম বিরাট?’ তার উত্তরে জানানো হয়, ‘কেউ নয়’। কিন্তু আততায়ীদের মধ্যেই এক জন সুনীলকে লক্ষ্য করে বলে, এই সেই ব্যক্তি! বলা মাত্রই সুনীলকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়।
পুলিশ এই বিষয়টিও খতিয়ে দেখছে বলে তদন্তকারী সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গত মাসে দিল্লিতে আকাশ শর্মা এবং ঋষভ নামে দুই যুবক খুনের অভিযোগে এক নাবালককে গ্রেফতার করা হয়েছিল। সেই নাবালকের নাম বিরাট। আততায়ীরা সেই বিরাটকে খুঁজছিল কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।