ফাইল ছবি
গত ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলের সময় চলা তাণ্ডবের পুনর্নির্মাণ করতে অন্যতম অভিযুক্ত দীপ সিধু এবং ইকবাল সিংহকে লালকেল্লায় নিয়ে গেল পুলিশ। শনিবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত দু’জনকে ঘটনাস্থলে নিয়ে যায়।
পুলিশের অভিযোগ, দীপ সিধু ২৬ জানুয়ারির তাণ্ডবে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। ঘটনার পর দীর্ঘদিন তাঁর সন্ধানে ছিল পুলিশ। শেষে হরিয়ানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় তাঁকে।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, তদন্তের কারণেই দীপ সিধু এবং ইকবাল সিংহকে লালকেল্লায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ খতিয়ে দেখতে চেয়েছে, কার ইন্ধনে, কোন পরিকল্পনায় সেই দিন লালকেল্লায় গিয়ে হাজির হয়েছিলেন প্রতিবাদী কৃষকরা? কী ভাবে মিছিল হিংসাত্মক হয়ে উঠল?
দীপ সিধু ছাড়াও সেই ঘটনার অন্যতম সন্দেহভাজন ইকবাল সিংহকে গ্রেফতার করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। মঙ্গলবার ইকবালকে পঞ্জাবের হোশিয়ারপুর থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। শনিবার তাঁকেও লালকেল্লায় নিয়ে যাওয়া হয়।