উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে খুন। — প্রতীকী ছবি।
আবার এক দলিত যুবকের মৃত্যু হল উত্তরপ্রদেশে। এ বার ঘটনাস্থল দেওরিয়া। বাইক নিয়ে এক বয়স্ক মানুষকে ধাক্কা মারার পর দলিত যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।
গত ১৩ জানুয়ারি বাইক নিয়ে বেরিয়েছিলেন ওই দলিত যুবক। রাস্তায় এক বয়স্ক মানুষকে ধাক্কা মারে তাঁর বাইক। পা ভাঙে ওই বয়স্কের। তার পরেই স্থানীয়রা তাড়া করেন দলিত যুবককে। দলিত যুবক দ্রুত বাইক নিয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু উত্তেজিত জনতা তাঁর পিছু ছাড়েনি। বাড়ির সামনেই তাঁকে লাঠি, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয়। মার খেতে খেতে জ্ঞান হারান ওই যুবক। গুরুতর আহত অবস্থায় যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু ১৬ জানুয়ারি সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ গণপিটুনিতে অভিযুক্তদের চিহ্নিত করতে পেরেছে। অভিযুক্তদের নাম গুজেশ্বর যাদব, রামহংস যাদব, শৈলেশ যাদব, শ্রীরাম যাদব, রামপ্রবেশ যাদব এবং রাজু যাদব। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে ঘটনার পর এত দিন কেটে গেলেও এখনও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।