COVID-19

Covid Bulletin India: দৈনিক আক্রান্ত বাড়ল ১৬.৬৬ শতাংশ, বাড়ল মৃত্যুও

গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। অতিমারি আবহে দেশে এই নিয়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১১:৪১
Share:

দৈনিক আক্রান্তের হার বেডে় ১৬.৬৬ শতাংশ। গ্রাফিক: শৌভিক দেবনাথ

দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল দু’ লক্ষ ৬৪ হাজার। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল দু’ লক্ষ ৬৮ হাজার ৮৫৩ জন। দৈনিক আক্রান্তের হার ১৬.৬৬ শতাংশ।

Advertisement

শুক্রবারের তুলনায় শনিবার বেশ কিছুটা বাড়ল মৃত্যুর স‌ংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। অতিমারি আবহে দেশে এই নিয়ে মোট মৃত্যু হল ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জনের।

চিন্তা বাড়াচ্ছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশে করোনায় সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ, যা জানুয়ারির প্রথম দিকেও ৯৭ শতাংশের উপরে ছিল।

Advertisement

দেশে এখনও পর্যন্ত মোট তিন কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ বর্তমানে আক্রান্ত। বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন।

যে ভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে দৈনিক তিন লক্ষ করোনা সংক্রমণের যে পূর্বাভাস বিশেষজ্ঞরা দিয়েছিলেন তা ছুঁতে খুব বেশি দিন সময় লাগার কথা নয়। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ওমিক্রনের প্রভাবে দেশে যে সাম্প্রতিক করোনাস্ফীতি দেখা দিয়েছে, তাতে জানুয়ারির শেষে দৈনিক ১০ লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে সংক্রমণ। দৈনিক সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। সেখানে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন।

উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছ’হাজার ৪১ জন, যার মধ্যে দু’ হাজার ৭৮৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement