দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ। ফাইল ছবি।
দেশে এক দিনে করোনা আক্রান্ত হলেন ১,০৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭১ জনের। বুধবার এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১,৮৭১ জন। পাশাপাশি, ভারতে করোনা থেকে সুস্থতার হার এখন ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,১৯৮ জন। সব মিলিয়ো করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,২৪,৯৭,৫৬৭ জন। বর্তমানে সাপ্তাহিক করোনা সক্রিয়তার হার ০.২২ শতাংশ।
অন্য দিকে, দেশে ১৮৫ কোটির বেশি করোনা টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে। করোনা সংক্রমণে সবচেয়ে প্রভাবিত মুম্বইয়ে ইতিমধ্যে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে বলে জানিয়েছে বিএমসি।