গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৭৫। ফাইল চিত্র
আবারও হাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবারের তুলনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বেড়ে হল ৯৭৫। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৪৯ জন। সারা দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৩৬৬ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১৭৫। শনিবার দৈনিক সংক্রমণের হার ০.৩২ শতাংশ। সারা ভারতে এখনও অবধি মোট ১৮৬ কোটি ৩৮ লক্ষ ৩১ হাজার ৭২৩ জনের টিকাকরণ হয়েছে। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। দেশ জুড়ে করোনার প্রভাব কমতে দেখা গেলেও দিল্লিতে সংক্রমণের হার বেড়েই চলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের। এর মধ্যে মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা এবং মিজোরামে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (৩৬৬)। এর পরে রয়েছে হরিয়ানা (১৭৪), উত্তর প্রদেশ (১০৮) এবং মহারাষ্ট্র (৬৯)।