Train Accident

ছুটিতে বাড়ি, খামারবাড়ি থেকে ফেরার পথে মালগাড়ির ধাক্কায় প্রাণ হারালেন জওয়ান

শুক্রবার খামারবাড়ি থেকে ফিরছিলেন জবর সিংহ। সে সময় লাইন পারাপার করার সময় একটি মালগাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ১৬:২০
Share:

প্রতীকী ছবি।

মালগাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সিআরপিএফের এক জওয়ান। বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, রেললাইন পারাপার করার সময় দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের এটা জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জবর সিংহ। বাড়ি এটা জেলারই আলি খুর্দ গ্রামে। ছুটিতে বাড়ি এসেছিলেন জবর।

শুক্রবার খামারবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় লাইন পারাপার করার সময় একটি মালগাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়েন জবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দেবেন্দ্র সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement