১২ মে-র পর থেকে আক্রান্তের সংখ্যা সব থেকে কম। ফাইল চিত্র ।
ফের একশোর নীচে নামল কোভিডে আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মোট ৮৯ জন মারা গিয়েছেন। পাশাপাশি, দেশে একদিনে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬১৪ জন। ২০২০ সালের ১২ মে-র পর থেকে এই প্রথম করোনা আক্রান্তের সংখ্যা এত কম। নতুন সংক্রমণের পর দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ২৯ লক্ষ ৮৭ হাজার ৮৭৫। সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ৫৫৯। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মোট করোনা আক্রান্তের ০.০৯ শতাংশ বলেও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।
এখনও পর্যন্ত দেশে মোট পাঁচ লক্ষ ১৫ হাজার ৮০৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সুস্থতার হার বেড়ে ৯৮.৭১ শতাংশ।