ছবি: পিটিআই।
জুনে মধ্যপ্রদেশে কোভিড সংক্রমিতদের মধ্যে প্রায় প্রত্যেকেই ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের প্রজাতি চিহ্নিতকরণের জন্য যে কটি নমুনা পাঠানো হয়েছিল মধ্যপ্রদেশ থেকে, তার প্রায় সবকটিতেই ডেল্টা প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এল সে রকমই তথ্য।
গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে সে রাজ্যে ডেল্টা প্রজাতিতে আক্রান্তদের সংখ্যা বেড়েছে ৫৭ শতাংশ থেকে ৬৯ শতাংশ। জুন মাসে তা ছুঁয়েছে ১০০ শতাংশ, বলছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)-র রিপোর্ট। রিপোর্টে দেখা গিয়েছে, মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশে অধিকাংশ মানুষই আলফা প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। কিন্তু তার পর থেকে মধ্যপ্রদেশে সংক্রমণ হার বৃদ্ধির জন্য দায়ী মূলত ডেল্টা প্রজাতি।
সে রাজ্যের স্বাস্থ্য কমিশনার আকাশ ত্রিপাঠি বলেন, ‘‘বিগত তিন মাসে ধরে রাজ্যে ডেল্টার প্রকোপই বেশি। এখনও পর্যন্ত মাত্র ৮ জনের শরীরে ডেল্টা প্লাস প্রজাতির অস্তিত্ব মিলেছে।’’