প্রতিবেশীরা দরজা ভেঙে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করেন। প্রতীকী ছবি।
সারারাত ঘরের মধ্যে গ্যাস হিটার চালিয়ে ঘুমোতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল। শ্বাসরোধ হয়ে মৃত্যু হল দম্পতির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁদের ৪ মাসের সন্তান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়।
মৃতরা হলেন মহম্মদ সলমন (২৮) ও তাঁর স্ত্রী মেহরাজ বেগম (২৩)। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে অনেকটা সময় পরও বাড়ির দরজা খোলেননি ওই দম্পতি। এতে সন্দেহ হয় পড়শিদের। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি তাঁদের। এর পরই ঘরের দরজা ভাঙেন প্রতিবেশীরা।
ঘরে ঢুকে দম্পতি ও তাঁদের সন্তানকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি দম্পতিকে। তাঁদের সন্তানের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তার চিকিৎসা চলছে হাসপাতালে।
ওই যুবকের বাবা জানিয়েছেন, খুব ঠান্ডা থাকায় শুক্রবার রাতে ঘরের মধ্যে গ্যাস হিটার চালিয়েছিলেন তাঁর ছেলে। কিন্তু বন্ধ করতে ভুলে যান। তার জেরেই মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেনি পরিবার। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।