ভিডিয়ো থেকে নেওয়া।
আবেগকে কি বাঁধ দিয়ে বাঁধা যায়? চিরন্তন এই প্রশ্নের জবাব হল— না। বাঁধভাঙা সেই আবেগই ম্যাড়ম্যাড়ে পথবাতির নীচে লক্ষ ওয়াটের ঝাড়বাতি জ্বেলে দিল। সম্প্রতি মুখে মুখে ফেরা সেই ভিডিয়ো দেখে তা-ই বলছেন সবাই।
১৬ সেকেন্ডের ভিডিয়োটি তোলা হয়েছে সেই রাস্তার পাশের একটি বারান্দা থেকে। জায়গার নাম জানা যায় না। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘুটঘুটে অন্ধকার এক রাস্তায় একলা জ্বলছে এক পথবাতি। সেই পথবাতির তলায় মনের আনন্দে নাচছেন এক যুগল। গানের তালে তালে পড়ছে পা, দুলে উঠছে হাত। গণ্ডি কেটে কেটে একে অপরকে ঘিরে চলছে আবেগের নাচ। ওই দুই পুরুষ-মহিলা কে, তা জানা না গেলেও তাঁরা যে মনের সুখে নাচছেন, তাঁদের নাচ দেখে তা দিনের আলোর মতো পরিষ্কার। আর মাথার উপরের পথবাতির আলো যুগলের উপর পড়েছে এমন ভাবে, তাঁদের ছায়াও যেন নাচেরই চরিত্র হয়ে ধরা দিচ্ছে।
বস্তুত, ওই যুগল নাচে এতটাই মগ্ন যে, কেউ যে তাঁদের দেখছেন মায় ভিডিয়ো পর্যন্ত করে ফেলছেন, কিছুরই পরোয়া নেই তাঁদের। দুনিয়া ভুলে তাঁরা কেবল নেচেই চলেছেন। যেমন তেমন নাচ নয়, রীতিমতো ছন্দবদ্ধ সেই যৌথ নৃত্য। টিমটিমে পথবাতির মধ্যে যুগলের নাচ যেন দীপাবলির আলো জ্বালিয়ে দিয়েছে শান্ত সেই পাড়ায়।