CBI

দুর্নীতির অভিযোগে নিজেদের দফতরেই হানা সিবিআইয়ের, তল্লাশি ১৪ জায়গায়

সিবিআই মুখপাত্র আরসি জোশী জানিয়েছেন, দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, মেরঠ এবং কানপুর-সহ দেশের ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১১:১২
Share:

প্রতীকী ছবি।

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এ বার নিজেদের দফতরেই হানা দিলেন সিবিআই আধিকারিকরা। ব্যাঙ্ক প্রতারণা করা এমন বেশ কয়েকটি সংস্থাকে সহযোগিতা এবং তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কয়েক জন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে। তাঁরা দেশের বিভিন্ন রাজ্যের সিবিআই-এর বিভিন্ন কার্যালয়ে কর্মরত।

Advertisement

সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা অভিযুক্ত ওই আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। সিবিআই মুখপাত্র আরসি জোশী জানিয়েছেন, দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম, মেরঠ এবং কানপুর-সহ দেশের ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, গাজিয়াবাদের সিবিআই অ্যাকাডেমিতে এক আধিকারিকের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। এই অ্যাকাডেমি থেকেই ভবিষ্যতের সিবিআই আধিকারিক তৈরি হয়। এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার গাজিয়াবাদের এই প্রধান কার্যালয়েও হানা দিয়েছিলে দুর্নীতি দমন শাখা।
সিবিআই সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিবিআইয়ের ডিএসপি আর কে ঋষি। তিনি গাজিয়াবাদের সিবিআই অ্যাকাডেমিতে কর্মরত। এ ছাড়া, বাকি তিন অভিযুক্ত হলেন, ডিএসপি আর কে সাঙ্গোয়ান এবং ব্যাঙ্ক সিকিউরিটি অ্যান্ড ফ্রড সেল-এ কর্মরত দুই আধিকারিক ইনস্পেক্টর কপিল ধনখড় এবং স্টেনো সমীরকুমার সিংহ। অভিযোগ, এই সব আধিকারিকরা নিজেদের পদমর্যাদার সুযোগ নিয়ে দুর্নীতিতে মদত জুগিয়েছেন।

Advertisement

সিবিআইয়ের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, শুধু সিবিআইয়ের আধিকারিকরাই নয়, এই দুর্নীতির সঙ্গে বেশ কয়েক জন আইনজীবীও জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তবে গাজিয়াবাদে সিবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement