দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বেড়েছে প্রায় সা়ড়ে ছ’হাজার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। পর পর তিন ৪০ হাজারের নীচেই থাকল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮।
করোনায় দৈনিক মৃত্যু গত দু’দিন ৩০০-র নীচে ছিল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ গেল ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। মহারাষ্ট্রে ৮৬ জনের। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নীচে রয়েছে।
তবে আক্রান্ত মঙ্গলবারের তুলনায় বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬ জন। দেশের মধ্যে সবথেকে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন কেরলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ২৫ হাজার ৭৭২ জন। দেশের মোট আক্রান্তের প্রায় দুই তৃতীয়াংশই আক্রান্ত হয়েছেন দক্ষিণের এই রাজ্যে।