দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৪৩ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার ৭৫৭ জন।
সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু গত দু’দিনের থেকে কমে ৫০০-র নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪ জন। যদিও সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৩ হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৫৯ জন।
দেশে সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকেই হচ্ছে দক্ষিণের এই রাজ্য থেকে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪০ জন। মহারাষ্ট্রে আক্রান্ত ৯ হাজার ২৬ জন। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজার ৩ বেশি। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (২,১৪৫), তামিলনাড়ু (১,৯৯৭), কর্নাটক (১,৭৮৫), ওড়িশা (১,৩৪২) এবং অসম (১,০৬৭)। বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের দৈনিক সংক্রমণ নতুন করে চিন্তা বাড়াচ্ছে। মিজোরামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৫ জন, মণিপুরে ৭৫৭, মেঘালয়ে ৫৭৬, অরুণাচল প্রদেশে ২৩৮।