Coronavirus in India

COVID in India: দৈনিক সংক্রমণ ২৯ হাজারের ঘরে নামলেও মিজোরামের সংক্রমণ পরিস্থিতিতে থাকছে উদ্বেগ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১০:০৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দু’দিন পর ফের ৩০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬১৬ জন। শুক্রবারের তুলনায় শনিবার আক্রান্ত কমেছে ৫.৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন। আক্রান্ত কমার পাশাপাশি কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জনের।

Advertisement

দৈনিক সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১২৮০। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন।

তবে রাজ্যে রাজ্যে দৈনিক সংক্রমণের পরিসংখ্যান অনেকটা একই রকম রয়েছে। দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত প্রায় ১৮ হাজার। মহারাষ্ট্রে তা সাড়ে তিন হাজারের নীচে। কর্নাটকেও গত কয়েক দিন ধরে হাজারের নীচে থাকছে দৈনিক সংক্রমণ। তবে তামিলনাড়ুতে রোজই দেড় হাজার ছাড়াচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্ধ্রপ্রদেশে তা হাজার থেকে দেড় হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে মিজোরামের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement