Coronavirus in India

COVID in India: ওমিক্রন আক্রান্ত ২০০ পেরোলেও, দৈনিক আক্রান্ত নামল সাড়ে পাঁচ হাজারের নীচে

দৈনিক আক্রান্ত কমলেও দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে দিল্লি এবং মহারাষ্ট্রে আক্রান্ত ৫৪ জন করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৫:০২
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২৬ জন। কেরলে আক্রান্ত কম হতেই দেশে কমেছে আক্রান্ত। কেরলে ছাড়া দেশের সব রাজ্যেই এক হাজারের নীচে রয়েছে। দৈনিক আক্রান্ত কমলেও দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে দিল্লি এবং মহারাষ্ট্রে আক্রান্ত ৫৪ জন করে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫২ হাজার ১৬৪।

Advertisement

মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। কারণ সেই কেরল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৫৩ জনের। এর মধ্যে ৪১৯ জনই কেরলের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৮ হাজার ৭ জন।

আক্রান্তের সংখ্যা কম হতেই দেশে কমতে শুরু করেছিল সক্রিয় রোগীর সংখ্যা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৩ হাজার ১৭০। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৯ হাজার ৯৭ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement