Coronavirus in India

COVID in India: টানা ৮ দিন ৪০ হাজারে নীচে দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭৫

দেশের মধ্যে সংক্রমণ সবথেকে বেশি হচ্ছে কেরলে। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ০৯:৫৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

পর পর ৮ দিন ৪০ হাজারের নীচেই থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন।

সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। গোটা অতিমারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারের বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন।

Advertisement

দেশের মধ্যে সংক্রমণ সবথেকে বেশি হচ্ছে কেরলে। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২২৪ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ কেরলের চারভাগের এক ভাগ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬৫ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৬৬৮), অন্ধ্রপ্রদেশ (১,৪৩৫), কর্নাটক (১,৪৫৩), ওড়িশা (৯৮৬), পশ্চিমবঙ্গে (৭৫৮) এবং অসম (৭০৮)। এ ছাড়ও মণিপুর, মিজোরাম, মেঘালয়ের সংক্রমণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement