Coronavirus in India

COVID in India: ১২৫ দিন পর ৩০ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যাও ৪০০-র কম

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ০৯:৪৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

প্রায় চার মাস পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ ৩০ হাজারের ঘরে নামল। ১২৫ দিন পর এতটা কম হল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২ জন।

Advertisement

সংক্রমণের পাশাপাশি করোনার জেরে দৈনিক মৃত্যুও কমছে। সোমবারই তা ৫০০-র নীচে নেমেছিল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৪ জন করোনা আক্রান্তের। ৩১ মার্চের পর প্রথমবার একদিনে মৃতের সংখ্যা এত কম হল। গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন।

রোজ যত লোক নতুন করে আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সু্স্থ হয়ে ওঠায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৬ হাজার ১৩০ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement