Coronavirus in India

COVID in India: দিল্লিতে ১০০ ছাড়ালেও দেশে দৈনিক আক্রান্ত কমে নামল সাড়ে ছ’হাজারে

ত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। এর মধ্যে প্রায় তিন হাজার আক্রান্ত কেরলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১০:৩৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই আরও কমল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। চার দিন সাত হাজারের ঘরে থাকার পর তা নামল সাড়ে ছ’হাজারে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। এর মধ্যে প্রায় তিন হাজার আক্রান্ত কেরলে। মহারাষ্ট্রে ৯০২, তামিলনাড়ুতে ৬১০ এবং পশ্চিমবঙ্গে ৫৬৫। বাকি সব রাজ্যে অনেকটাই কম রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে দিল্লিতে গত কয়েক দিনে দৈনিক সংক্রমণ বেড়ে ফের ১০০ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার ৮৩৮।

Advertisement

আক্রান্তের পাশাপাশি সোমবার কমেছে দৈনিক মৃত্যুও। কেরলের মৃতের সংখ্যা কমাতেই তা কমেছে। কারণ বাকি সব রাজ্যেই মৃতের সংখ্যা ১০-এ নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩২ জন। এর মধ্যে ৯৬ জনই কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৭ হাজার ৫৫৪ জন।

আক্রান্তের পাশাপাশি দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ হাজার ৬৪৬। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৮২ হাজার ২৬৭ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement