দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক করোনা সংক্রমণ এবং দৈনিক মৃত্যুর সংখ্যা বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় একই আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন।
সংক্রমণ কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগীর রয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন।
দেশের মধ্যে সংক্রমণ সবথেকে বেশি হচ্ছে কেরলে। দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি হচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১১৬ জন। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ কেরলের চারভাগের এক ভাগ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৭০২), অন্ধ্রপ্রদেশ (১,৫০১), কর্নাটক (১,৪৩২), ওড়িশা (১,০৪১), পশ্চিমবঙ্গে (৭৩১) এবং অসম (৭১৩)। এ ছাড়ও মণিপুর, মিজোরাম, মেঘালয়ের সংক্রমণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রিত নয়।