Coronavirus in India

COVID in India: বুধবারের তুলনায় দেশে ২০ শতাংশ বাড়ল দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪৬

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি কেরলে। মিজোরামেও আক্রান্ত হাজারের বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১০:২৩
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ বাড়ল বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৮২৩। অর্থাৎ বুধবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০।

Advertisement

আক্রান্তের পাশাপাশি বেড়েছে দেশের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৪৬ জন। দেশের মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে কেরলে (১২৩)। মহারাষ্ট্রেও দৈনিক মৃত্যু ৫০-এর আশপাশে। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা অনেকটা কম রয়েছে। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জনের।

তবে দৈনিক আক্রান্ত গত দু’সপ্তাহ ধরে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। যার জেরে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৬ হাজার ৫৮৬ জন।

Advertisement

দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি কেরলে। গত কয়েক দিন সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামলেও বৃহস্পতিবার তা ফের ১১ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে অবশ্য তা আড়াই হাজারের কমই রয়েছে। তামিলনাড়ুতে ১২০০-র ঘরে রয়েছে আক্রান্ত। পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে আক্রান্ত মাসখানেক ধরেই ৬০০ থেকে ৭০০-র ঘরে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে ৫০০-র কাছাকাছি নেমেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু মিজোরামে সংক্রমণ কমার কোনও লক্ষণই নেই। গত ২৪ ঘণ্টতেও সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement