গ্রাফিক- শৌভিক দেবনাথ।
তৃতীয় দফার লকডাউন শেষ হয়েছে রবিবার। আজ থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। তার মধ্যেই আশঙ্কা বাড়িয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বৃদ্ধিতে ফের রেকর্ড হল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৪২ জন। এ পর্যন্ত ২৪ ঘণ্টায় এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি। একই সঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ হাজারের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেল। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে এই মুহূর্তে মোট কোভিড আক্রান্ত ৯৬ হাজার ১৬৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত ও তামিলনাড়ু।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ২৯ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৮ জনের। ৬৫৯ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৮, পশ্চিমবঙ্গে ২৩৮। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি (১৬০), রাজস্থান (১৩১) ও উত্তরপ্রদেশ (১০৪)।
দেশের মধ্যে প্রথম করোনা সংক্রমণের সন্ধান মিলেছিল কেরলে। তার কয়েক দিনের মধ্যেই আক্রান্তের সংখ্যায় শীর্ষ উঠে গিয়েছিল মহারাষ্ট্র। তার পর থেকে মহারাষ্ট্রের চেয়ে বেশি আক্রান্ত হয়নি অন্য কোনও রাজ্যে। এখনও সবচেয়ে বেশি আক্রান্ত সেই মহারাষ্ট্রেই। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩। যা সারা দেশের মোট আক্রান্তের তিন ভাগের এক ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সে রাজ্যে মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৭৯ জন। এর পরে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২২৪ জন। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৫,২০২), মধ্যপ্রদেশ (৪,৯৭৭), উত্তরপ্রদেশ (৪,২৫৯), পশ্চিমবঙ্গ (২,৬৭৭), অন্ধ্রপ্রদেশ (২,৪০৭), পঞ্জাব (১,৯৬৪), তেলঙ্গানা (১,৫৫১), বিহার (১,২৬২), জম্মু-কাশ্মীর (১,১৮৩) ও কর্নাটকের (১,১৪৭) মতো রাজ্য।
আরও পড়ুন: চতুর্থ দফার লকডাউনে কোথায় ছাড়, কোথায় নয়, দেখে নিন
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২,৬৭৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০১ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৩৮ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ১৬৬। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।
আরও পড়ুন: প্যাকেজ: কোথায় কত খরচ করছে কেন্দ্র, দেখে নিন
তবে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধিতে কিছুটা আশা জাগাচ্ছে। মোট আক্রান্তের মধ্যে ৩৬ হাজার ৮২৪ জন হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দু’হাজার ৭১৫ জন।