Coronavirus in India

৯০ জেলায় ১৪ দিনে নতুন আক্রান্ত নেই, করোনামুক্ত ৩৮৮ জেলা

গত ২৪ ঘণ্টায় নতুন করো করোনা সংক্রমণ ধরা পড়েছে ১২২৯ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ হাজার ৭০০।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১২:২৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সারা দেশে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েই চলেছে। তবে তার মধ্যেই কিছুটা স্বস্তির খবর। দেশের ৯০টি জেলায় অন্তত ১৪ দিন কোনও নুতন আক্রান্তের খবর নেই। তার মধ্যেও আবার ১২টি জেলায় গত ২৮ দিন কেউ নতুন করে সংক্রমিত হননি। সব মিলিয়ে সারা দেশে এখন ৩৮৮ জেলা করোনামুক্ত। বাকি ৩৩২টি জেলায় করোনার সংক্রমণ রয়েছে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Advertisement

তবে তার মধ্যেই দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করো করোনা সংক্রমণ ধরা পড়েছে ১২২৯ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ হাজার ৭০০। সংক্রমণ বৃদ্ধির হারের নিরিখে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা।

তবে উদ্বেগ কিছুটা রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮৬। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২৬৯ জনের। গুজরাতে মৃতের সংখ্যা ১০৩, মধ্যপ্রদেশে ৮০।করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি সারা দেশের মধ্যে সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ৫৬৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। সেখানে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৯ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে সংক্রমণের কবলে পড়েছেন ২ হাজার ২৪৮ জন। সংক্রমণের গণ্ডি দেড় হাজার ছাপিয়ে গিয়েছে মধ্যপ্রদেশ (১৫৯২), রাজস্থান (১৮৯০) ও তামিলনাড়ুতেও (১৬২৯)। ১ হাজার ৪৪৯ জন সংক্রমিত হয়েছেন উত্তরপ্রদেশে। তেলঙ্গানায় করোনা আক্রান্ত ৯৪৫ জন।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: জট কাটিয়ে শুরু পরিদর্শন, রাজারহাট কোয়রান্টিন সেন্টার ঘুরে দেখল কেন্দ্রীয় দল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৬। কেন্দ্রের হিসেবে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন। যদিও রাজ্য সরকারের দেওয়া হিসেবে রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩৩৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন৫৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

কেরলে সংক্রমণের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে ১১ জনের। সব মিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ৪২৭। মৃত্যু হয়েছে তিন জনের। তবে করোনা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪২৫৮।

আরও পড়ুন: রিপোর্টের ক্ষেত্রে আশা করি কেন্দ্রীয় দল নিরপেক্ষ হবে: মুখ্যসচিব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement