লকডাউনে স্তব্ধ দেশ।
লকডাউনের মেয়াদ বেড়েছে মঙ্গলবার। কিন্তু দেশ জুড়ে থমকে থাকা অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা গতি দিতে বুধবার একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই সঙ্গে প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা বিধিও মেনে চলার কথাও বলা হয়েছে। এমনকি নিয়ম না মানলে কড়া শাস্তির সংস্থানও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই নির্দেশে। আগামী ২০ এপ্রিল থেকেই একাধিক ক্ষেত্রকে লকডাউনের আওতার বাইরে রাখার কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছে। ভারতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চিকিৎসা সংক্রান্ত সর্ব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। লকডাউনের আওতায় থাকছে না পশু হাসপাতালগুলিও।
রবি শস্যের মরসুমের কথা নজরে রেখেই কৃষি ক্ষেত্রে সব ধরনের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: কোয়রান্টিন গুজব, জামুড়িয়ায় জনতার ‘হামলা’য় পা ভাঙল ওসি-র
অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে ব্যাঙ্ক, এটিএম, বিমা-সহ নানা ক্ষেত্র লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।
ছাড় দেওয়া হয়েছে কিছু সামাজিক ও জন পরিষেবামূলক ক্ষেত্রেও।
এমন পরিস্থিতিতে সমস্ত ধরনের পণ্য পরিবহণ জরুরি। সে দিকটিও গুরুত্ব সহকারে ভাবা হয়েছে। ছাড় রয়েছে এ ক্ষেত্রেও।
আরও পড়ুন: খুলছে কিছু কারখানা, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে ব্যবস্থা কেন্দ্রীয় নির্দেশিকায়
গ্রামীণ এলাকায় একাধিক শিল্পের ক্ষেত্রেও কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
পুলিশ, দমকল-সহ নানা জরুরি ক্ষেত্রগুলি লকডাউনের বিধি নিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।
কোন কোন ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি তাও-ও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।
বিধি না মানলে পড়তে হতে পারে শাস্তির কোপে। জরিমানার সংস্থানও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওই নির্দেশিকায়।
লকডাউনের সময় দেশের অর্থনীতির চাকা যাতে থমকে না যায় সে জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে কিছু ক্ষেত্রে ছাড় চেয়ে একটি তালিকা পাঠিয়েছিল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক। তাতে একাধিক ক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছিল। তবে প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা বিধি মেনে কাজ চালানোর কথাও জানানো হয়েছিল। এ দিন কার্যত সেই তালিকাতেই সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)