করোনার বিরুদ্ধে দেশ জুড়ে লড়াই। ছবি: পিটিআই।
করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০৬। বুধবার নতুন করে সংক্রমণ নিশ্চিত হয়েছে ৮৭ জনের। অন্য দিকে বুধবার তামিলনাড়ুতে এক জন, মধ্যপ্রদেশে এক জন এবং গুজরাতে এক জনের মৃত্যু হয়েছে। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। করোনা সংক্রমণে এই প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছে মিজোরামে। এ দিন মধ্যপ্রদেশে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের পিলভিতে আক্রান্ত হয়েছেন আরও এক জন।
বুধবার সন্ধ্যায় লকডাউনের মধ্যে রাস্তায় বার হয়ে পুলিশের লাঠির ঘায়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের বানিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লাল স্বামী (৩২)। যদিও হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ রাজ মুখোপাধ্যায় লাঠি চালানার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে কেরল। সেখানে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। ১০১ জন আক্রান্তের সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এর মধ্যেই স্বস্তির খবর, ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। সংক্রমণ ঠেকাতে আগেই রাজ্যগুলি লকডাউন, কার্ফু জারি করেছিল। তা কার্যকর ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, গোটা দেশে লকডাউন জারি থাকবে আরও ২১ দিন, অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় সকলকেই ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে জরুরি পরিষেবাগুলো অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তিনি। দেশে সংক্রমণ যাতে দ্রুত গতিতে না বাড়তে পারে, তার জন্য সামাজিক দূরত্বও বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্য প্রশাসনগুলোর তরফে। তার পরেও লকডাউন অমান্য করার অভিযোগ উঠেছে বিভিন্ন রাজ্যে। ফলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনও কোনও রাজ্য কার্ফুও জারি করেছে।
অন্য দিকে, বিশ্বেও আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতি দিনই কয়েকশো মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ১৮ হাজার। ইটালিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। অন্য দিকে, চিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৮২ হাজার।
দেশ
• দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬।
• বুধবার নতুন করে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে আরও ৮৭ জনের।
• তামিলনাড়ুতে এক প্রৌঢ়ের মৃত্যু। রাজ্যে প্রথম। মধ্যপ্রদেশেও এক জনের মৃত্যু হয়েছে।
• মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২।
• বিশেষজ্ঞদের দাবি, করোনার জেরে লকডাউনের কারণে ভারতের আর্থিক ক্ষতি হতে পারে ৯ লক্ষ কোটি টাকা।
• মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত ৬।
• প্রথম আক্রান্তের খবর মিলেছে মিজোরামে।
• দিল্লিতে ৭২ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেজরীবাল সরকার। নির্মাণ শ্রমিকদের দেবে ৫০০০ টাকা।
• ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল সরকার।
আন্তর্জাতিক
• ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু স্পেনে।
• করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস।
• লিবিয়ায় প্রথম করোনা আক্রান্তের হদিস মিলল।
• দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০৬।
• জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়াল। মৃত ১৪৯।
• পাকিস্তানে আক্রান্তের সংখ্যা হাজার ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিন্ধ প্রদেশে।
• সংক্রমণের সংখ্যা কমছে চিনে। রিপোর্ট চিনের জাতীয় স্বাস্থ্য সংস্থার।
• নিউ ইয়র্কে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২৬ হাজার আক্রান্ত সেখানে।
আরও পড়ুন: গৃহবন্দি ২১ দিন, চিন্তা গরিব আর অসহায়দের নিয়ে
আরও পড়ুন: এ বার করোনার ভরকেন্দ্র হতে চলেছে আমেরিকা? অশনি সঙ্কেত দিল হু
গ্রাফিক: শৌভিক দেবনাথ।