Vijay Hazare trophy

৩ উইকেট নিলেও মার খেলেন শামি, ইংল্যান্ড সিরিজ়ের আগে আর সুযোগ নেই পরীক্ষায় বসার

বিজয় হজারের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলা। ফলে মহম্মদ শামি আর কোনও ম্যাচ পাবেন না নিজেকে প্রমাণ করার। ইংল্যান্ড সিরিজ়ের আগে আর ম্যাচ নেই বাংলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৭:৫১
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফি থেকে ছিটকে গেল বাংলা। বৃহস্পতিবার হরিয়ানার কাছে ৭২ রানে হারল তারা। এই ম্যাচে হারায় মহম্মদ শামি আর কোনও ম্যাচ পাবেন না নিজেকে প্রমাণ করার। ইংল্যান্ড সিরিজ়ের আগে আর কোনও ম্যাচ নেই বাংলার। শেষ ম্যাচে কেমন খেললেন শামি?

Advertisement

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। কিন্তু শুরু থেকেই শামি এবং মুকেশ কুমার রান দিতে শুরু করেন। প্রতি ওভারে প্রায় ৯ রান করে নিচ্ছিলেন হরিয়ানার দুই ওপেনার আরশ রঙ্গ এবং হিমাংশু রানা। তাঁদের জুটি ভাঙেন মুকেশ। রঙ্গকে (১৯ বলে ২৩ রান) আউট করেন তিনি। পরের ওভারেই হিমাংশুর উইকেট তুলে নেন শামি। প্রথম স্পেলে আর উইকেট তুলতে পারেননি তিনি। রানও দিয়েছেন। শামি ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। কিন্তু ওপেনার হিমাংশুকে আউট করার পর শামি পরের উইকেটটি পান ৪৩তম ওভারে। তখন হরিয়ানার লোয়ার অর্ডার ব্যাট করতে নেমেছে। দীনেশ বানা (১৫) এবং অংশুল কম্বোজকে (৪) আউট করেন শামি। ১০ ওভারে ৬১ রান দেন তিনি। বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন শামিই।

বাংলার পেসারকে ভারতীয় দলে ফেরানোর কথা উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে তাঁকে খেলানো হবে বলে শোনা যাচ্ছে। ২২ জানুয়ারি শুরু সেই সিরিজ়। প্রথম ম্যাচ ইডেনে। সেখানে শামিকে দেখা যাবে? জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি যদি মনে করে শামি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ফিট, তা হলে নির্বাচকেরা তাঁর কথা অবশ্যই ভাবতে পারেন। তবে হরিয়ানার বিরুদ্ধে তাঁর বোলিং সে ভাবে নজর কাড়েনি। দলকে জেতাতেও পারলেন না তিনি। সকলেই জানেন, শামি যত বল করেন, তত ভয়ঙ্কর হয়ে ওঠেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হতেই পারে শামিকে।

Advertisement

বৃহস্পতিবার শামি, মুকেশের আক্রমণ সামলে ২৯৮ রান তোলে হরিয়ানা। জবাবে বাংলার ইনিংস শেষ হয়ে যায় ২২৬ রানে। দুই ওপেনার অভিষেক পোড়েল (৫৭) এবং অধিনায়ক সুদীপ (৩৬) শুরুটা খারাপ করেননি। তাঁরা ৭০ রানের জুটি গড়েন। কিন্তু সুদীপ আউট হতেই বিপদে পড়ে বাংলা। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে অভিমন্যু ঈশ্বরণ প্রথম বার বাংলার হয়ে মাঠে নামলেন। তিনি ১৭ বলে ১০ রানের বেশি করতে পারেননি। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার (৩৬) চেষ্টা করলেও দলকে বাঁচাতে পারেননি। ১৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় (১৪) চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে ফিরে এসে আবার ব্যাট করলেও দলকে জেতানো সম্ভব হয়নি। একের পর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলার পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলা। বিজয় হজারেতে প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হল তাদের। রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। ভারতীয় দলে সুযোগ না পেলে শামিকে হয়তো রঞ্জি খেলতে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement