একা একা ক্রিকেট খেলা। ছবি: টিকটক থেকে নেওয়া।
করোনার জেরে দেশ লকডাউন, বাইরে বেরনো বন্ধ। তা বলে একা একা নিজেকে বোর হতে দেবেন না, খেলুন ক্রিকেট। যেমন এই যুবক একা একাই বাড়ির ছাদে দিব্বি ক্রিকেট খেলে নিলেন।
ভাবছেন, ক্রিকেট তো টিম গেম, খেলতে তো দু’টো দল লাগে। একা একা কী করে খেলা সম্ভব? সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন এই যুবক। এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক টিকটক ইউজার।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি একাই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করে যাচ্ছেন। এক দিকে রঙের কৌটো,অন্যদিকে প্লাস্টিকের একটি টুলকে উইকেট বানিয়েছেন। এক দিক থেকে আস্তে করে বল করেই অন্য দিকে গিয়ে ব্যাট হাতে তুলে বলকে বাইন্ডারির দিকে পাঠানোর চেষ্টা করছেন। পর মুহূর্তে দৌড়ে গিয়ে আবার আবার সেই বল তুলে নিয়ে রান আউট করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, অদৃশ্য আম্পায়ের কাছে আবার জোরালো আবেদনও করছেন।
আরও পড়ুন: খালি গায়ে ক্যামেরায় চলে এলেন মহিলা সংবাদিকের বাবা
আরও পড়ুন: টাকা নয়, এটিএম থেকে হ্যান্ড স্যানিটাইজার ‘চুরি’, ভিডিয়ো শেয়ার পাক সাংবাদিকের
যদিও তিনি বাড়ির ছাদে একা ছিলেন না। কারণ তাঁর এই একক ক্রিকেট ম্যাচ দ্বিতীয় কোনও ব্যক্তি মোবাইলে ক্যামেরাবন্দি করছিলেন। এমনকি, ক্যামেরার পিছন থেকে তাঁর আওয়াজও পাওয়া যাচ্ছিল। তাই এক না হলেও দু’জনে খেলাই যেত। তবে তিনি একা খেলেই ভিডিয়ো রেকর্ড করার সিদ্ধান্ত নেন। এই দৃষ্টান্ত মেনে লকডাউনের বাজারে বাইরে না বেরিয়ে আপনিও চেষ্টা করে দেখতে পারেন একা একা ক্রিকেট খেলার।
দেখুন সেই ভিডিয়ো:
Lockdown@day4##LifebuoyKarona ##1milllionauditon #@harpreetharry9 @jayvindersingh
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)