প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি- রয়টার্স।
বিশ্বের ত্রাস হয়ে উঠছে করোনাভাইরাস। ভারতেও রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় সতর্কতার বার্তা ইতিমধ্যেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জনতা কার্ফু সফল করারও আহ্বান জানিয়েছেন। এই আবহেই শনিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেই ভিডিয়ো শেয়ার করে দেশবাসীকে করোনা সংক্রমণ থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।
ভিডিয়ো শেয়ার করে মোদী লিখেছেন, ‘‘মিনিটের সাবধনতা স্মরণীয় প্রভাব ফেলতে পারে। বহু মানুষের প্রাণ বাঁচাতে পারে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার সচেতনতা তৈরি করবে, এ রকম ভিভিয়ো যদি আপনার কাছে থাকে, সেগুলোকে ব্যবহার করুন।’’
৫৭ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি লিফটে ঢুকে হাঁচলেন। সে সময় রুমাল দিয়ে মুখও ঢাকেননি তিনি। তার পর টিপলেন লিফটের বোতাম। সেই লিফ্ট থেকে এ বার কীভাবে একাধিক লোক সংক্রমিত হল তাই দেখানো হয়েছে সেই ভিডিয়োতে। হাঁচির সময় একজনের মুখ ঢাকা দেওয়া কী ভাবে বহু মানুষকে সংক্রমণ থেকে বাঁচিয়ে দিতে পারে সেই বার্তাও দেওয়া হয়েছে ভিডিয়োর শেষে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: সাময়িক ভাবে পুল পরিষেবা বন্ধ করল ওলা, উবর
আরও পড়ুন: ইউটিউব দেখে ডেলিভারির চেষ্টা প্রেমিকের, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে প্রেমিকা!