কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। —ফাইল চিত্র
করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়া। দক্ষিণ দিল্লির সাকেত এলাকায় ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দু’জন। মঙ্গলবার তাঁদের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর।
জ্যোতিরাদিত্যর পারিবারিক সূত্রে খবর, কয়েক দিন আগে জ্বর, সর্দি-কাশির উপসর্গ দেখা দেয় তাঁর। একই রকম উপসর্গ ছিল তাঁর মায়েরও। গতকাল ৮ জুন দিল্লির ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দু’জনকেই। সেখানে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার দু’জনেরই পজিটিভ রিপোর্ট এসেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
কংগ্রেস ছেড়ে তাঁর অনুগামী বিধায়কদের নিয়ে গত ১০ মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার জেরে মধ্যপ্রদেশে কমল নাথ সরকারের পতন হয়। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির শিবরাজ সিংহ চৌহান। জ্যোতিরাদিত্য করোনা আক্রান্ত হওয়ায় দলের উদ্বেগ বেড়েছে। কয়েক দিন আগেই বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। যদিও পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবারই গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত ২.৬৬ লক্ষ
আরও পড়ুন: সিএএ রাজনীতি মমতাকেই শরণার্থী করে দেবে, তোপ অমিতের