মৃত্যুর সংখ্যা সোমবারের তুলনায় সামান্য বেড়ে আবার দুই অঙ্কে পৌঁছেছে। সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ৬। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৯ জনের।
ফাইল চিত্র।
আরও কমল দেশে কোভিডের দৈনিক সংক্রমণ। এই নিয়ে পর পর দু’দিন হাজারের নীচে থাকল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৮৬১।
মৃত্যুর সংখ্যা সোমবারের তুলনায় সামান্য বেড়ে আবার দুই অঙ্কে পৌঁছেছে। সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ৬। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে গত তিন দিন ধরে উল্লেখযোগ্য ভাবে মৃত্যুর সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই নেমেছে।
কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার দৈনিক সংক্রমণের হার ০.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। এই রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১৯৬। তার পরই রয়েছে দিল্লি (১৩৭)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে যে ১৯ জন মারা গিয়েছেন, তার মধ্যে ১৮ জন কেরলের এবং এক জন মিজোরামের।