অরবিন্দ কেজরীবাল।
নতুন করে দিল্লিতে জাঁকিয়ে বসছে অতিমারি। তা নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর মতে, রাজধানীতে করোনার চতুর্থ ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তাই আরও বেশি সতর্ক হওয়া উচিত সকলের।
উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধি নিয়ে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেজরীবাল। তিনি বলেন, ‘‘প্রতিষেধক নিয়ে থাকলেও মাস্ক পরুন। গত ১০-১৫ দিনে সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টাতেই ১০ হাজার ৭৩২ জন সংক্রমিত হয়েছেন।’’
অতিমারির প্রকোপ রুখতে ইতিমধ্যেই লাগাম শক্ত করেছে দিল্লি সরকার। রাত্রিকালীন কার্ফু চালু হয়েছে রাজধানী জুড়ে। মানুষকে বিধিনিষেধ মেনে চলার আর্জি জানিয়ে কেজরীবাল বলেন, ‘‘নভেম্বরে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল ৮ হাজার। কিন্তু আজ ১০ হাজারের কোটা পেরিয়ে গিয়েছে। করোনার চতুর্থ ঢেউ অত্যন্ত বিপজ্জনক।’’
তবে রাত্রিকালীন কার্ফু চালু হলেও আপাতত রাজধানীতে লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কেজরীবাল। তাঁর কথায়, ‘‘সংক্রমণ রোখার ক্ষেত্রে লকডাউন কোনও সমাধান নয়। একমাত্র হাসপাতাল ব্যবস্থা যদি ভেঙে পড়ে, সে ক্ষেত্রে ভাবা যেতে পারে।’’ বেসরকারি হাসপাতালের পরিবর্তে দিল্লিবাসীকে সরকারি হাসপাতালে যেতে পরামর্শ দিয়েছেন কেজরীবাল।