পুলপান্ডিয়ান। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনার মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষ নিজেদের মতো করে এগিয়ে আসছেন। নিম্নবিত্তরা যে শুধু ত্রাণ বা সাহায্য নিচ্ছেন এমন নয়, এক ভিক্ষুক করোনা মোকাবিলার জন্য সরকারি তহবিলে যে টাকা দান করলেন তা অনেক মধ্যবিত্তও করতে পারেননি।
তামিলনাড়ুর মাদুরাইয়ের পুলপান্ডিয়ান এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে নেটাগরিকদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। কারণ তিনি সেখানকার জেলাশাসক টিজি বিনায়কের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়েছেন। এই টাকা তামিলনাড়ুর রাজ্য কোভিড-১৯ ত্রাণ তহবিলে যাবে।
পুলপান্ডিয়ান বলেন, ‘‘আমি ভেবেছিলাম এই সঞ্চিত টাকা রাজ্যের শিক্ষা খাতে খরচের জন্য দেব। কিন্তু এখন এই টাকা করোনার মোকাবিলার জন্য দিচ্ছি।’’
আরও পড়ুন: ১৪ ঘণ্টা বোট চালিয়ে গোটা শহরের মুখে খাবার তুলে দিচ্ছেন সুপারমার্কেট মালিক
আরও পড়ুন: ‘অপরিচিত’ চিকিৎসকের চেষ্টায় আরব থেকে সন্তানের দেহ নিয়ে ফিরলেন কেরলের দম্পতি
পুলপান্ডিয়ানের এই খবর সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার হ্যান্ডলে পোস্ট হয়েছে। যে পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটাগরিকরা পুলপান্ডিয়ানের মতো এক ভিক্ষুকের এমন কাজের প্রচুর প্রশংসা করেছেন।
দেখুন সেই পোস্ট: