Uttar Pradesh

৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণ , আদালতে তিরস্কৃত যোগী সরকার, ৫ শহরে লকডাউনের নির্দেশ হাইকোর্টের

উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধুঁকছে । হাসপাতালে শয্যা পিছু ২০-৩০ জন সারি দিয়ে রয়েছেন, এমন দৃশ্যও উঠে এসেছে সংবাদমাধ্যমে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২২:২২
Share:

শয্যার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা। ছবি: পিটিআই ।

দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ৫ শহরে লকডাউনের নির্দেশ দিল ইলাহাবাদ হাইকোর্ট। লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর এবং গোরক্ষপুর— এই ৫ শহরে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন করার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই মুহূর্তে কার্যত ধুঁকছে উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালে শয্যা পিছু ২০-৩০ জন সারি দিয়ে রয়েছেন, এমন দৃশ্যও উঠে এসেছে সংবাদমাধ্যমে। এই পরিস্থিতিতের জন্য সরাসরি যোগী আদিত্যনাথের সরকারকেই দুষেছে আদালত। বলা হয়, ‘‘রাজ্যের প্রশাসনিক ক্ষমতা যাঁদের হাতে, স্বাস্থ্যক্ষেত্রে এই বিপর্যয়ের দায় তাঁদেরই।’’

করোনার প্রকোপ সামাল দিতে গত বছর সারা দেশে লকডাউন চালু হলে দেশের অর্থনীতিতে সঙ্কট নেমে আসে। বিভিন্ন সমীক্ষায় দেখা যায়, কমপক্ষে ১২ কোটি মানুষ লকডাউনে কাজ হারিয়েছিলেন। সেই সমস্যার কথা স্মরণ করে যোগী সরকারকে আরও তিরস্কার করে আদালত। জানিয়ে দেয়, অতিমারির দ্বিতীয় প্রকোপ সামাল দেওয়ার পরিকল্পনাটুকু এখনও পর্যন্ত করে উঠতে পারেনি রাজ্য সরকার।

Advertisement

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৮৩০ করোনা রোগীর। এর মধ্যে রবিবারই রাজ্যে ১২৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement