করোনা ছাপ ঘোড়ায় চড়ে পুলিশ কর্মী। ছবি: টুইটার থেকে নেওয়া।
কখনও লাঠি চালিয়ে কখনও বা করোনাভাইরাসের আদলে হেলমেট পরে, যে ভাবে সম্ভব মানুষের মধ্যে এই অতিমারি নিয়ে সচেতনতা প্রচার করছেন পুলিশ কর্মীরা। এ বার এমন এক পুলিশ ঘোড়ার ছবি সামনে এল যার গায়ে করোনার ছাপ। আর তাতে চড়ে ঘুরে ঘুরে প্রচার করছেন অন্ধ্রের এক পুলিশ কর্মী।
সংবাদ সংস্থা এএনআই মঙ্গলবার এমনই একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা ঘোড়ায় চড়ে ডিউটিতে বেরিয়েছেন ওই পুলিশ কর্মী। আর গোড়ার গায়ে লাল লাল ছোপ, দেখতে অনেকটা করোনাভাইরাসের মতো।
এএনআই জানিয়েছে এটি অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার পিয়াপল্লী মণ্ডলের ছবি। আর যিনি ওই ঘোড়ার উপর বসে তিনি সাব ইনস্পেক্টর মারুতি শঙ্কর। অতিমারি সম্পর্কে তিনি মানুষকে সতর্ক করতে এ ভাবে ঘোড়াটিকে সাজিয়ে বেরিয়েছেন।
আরও পড়ুন: করোনা সারিয়ে ঘরে ফিরতেই উষ্ণ অভ্যর্থনা, ভিডিয়ো শেয়ার বিজেপি বিধায়কের
আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে খুদের ‘বড়’ যোগদান, অনুপ্রেরণা যোগাচ্ছে নেটাগরিকদের
পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তবে একটি প্রাণীকে এ ভাবে রং করায় অনেক নেটাগরিকই অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, এই রং ঘোড়াটির ক্ষতি করতে পারে। এমনকি কেউ কেউ তো আবার পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।
দেখুন সেই পোস্ট:
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের সঙ্গে। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা, তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি প্রকাশযোগ্য বলে বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)