Bribe Claim

স্বামীকে গ্রেফতার করে ২ লাখ ঘুষ চাইছে পুলিশ! বাধ্য হয়ে বিষ খেলেন স্ত্রী

যুবককে থানায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়। বাড়িতে ফোন করেও ঘুষ চায় পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৯:২৬
Share:

পুলিশের ঘুষের টাকা জোগাড় করতে না পেরে আত্মঘাতী মহিলা। প্রতীকী ছবি।

স্বামীকে থানা থেকে ছাড়িয়ে আনতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। অভিযোগ, আইপিএলের বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ওই মহিলার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। থানা থেকে তাঁকে বলা হয়েছিল, ২ লক্ষ টাকা দিলে স্বামীকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এত টাকা জোগাড় করতে পারেননি মহিলা।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার নৈনি গ্রামের। মৃতের নাম অনিতা (৩৮)। তিনি আত্মহত্যা করার পর পুলিশ তাঁর স্বামী মনোজ শর্মাকে ছেড়ে দিয়েছে। মনোজ বলেছেন, ‘‘থানায় নিয়ে গিয়ে আমাকে মারধর করা হয়। প্রায় দেড় ঘণ্টা আমার উপর অত্যাচার চলেছে। কারণ ওরা ২ লক্ষ টাকা চেয়েছিল, আমি তা দিতে পারিনি। এর পর ঘুষের টাকা চেয়ে আমার বাড়িতেও খবর দেওয়া হয়। আমার স্ত্রীর মৃত্যুর জন্য পুলিশ দায়ী।’’

মনোজের অভিযোগের প্রেক্ষিতে এক সাব ইনস্পেক্টর এবং তিন পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। ডিসিপি জানিয়েছেন, মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

মনোজের অভিযোগ, তাঁর এক বন্ধু তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। তা ফেরত দিতে চেয়ে একটি স্থানীয় মন্দিরের পাশে দেখা করতে বলেন। যথাস্থানে গেলে মনোজকে ধরে থানায় নিয়ে যান পুলিশের উর্দিধারী তিন জন। তার পর থানায় তাঁকে মারধর করা হয়। আইপিএলে বেটিংয়ের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে রাত ২টো নাগাদ মনোজের স্ত্রীর মৃত্যুসংবাদ পেয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement