Supreme Court

Discrimination: বৈষম্যের ওষুধ আছে সংবিধানে: বিচারপতি

মধ্যপ্রদেশের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ওই বিজ্ঞাপনের জন্য আইনি নোটিস পাঠানোর হুমকি দিয়েছিলেন ডাবরকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ০৭:৪৭
Share:

—ফাইল চিত্র।

গেরুয়াবাদীদের আইনি ব্যবস্থার হুমকিতে ডাবর তাদের বিজ্ঞাপন তুলে নিয়েছে। সেই ঘটনাকে ‘জন-অসহিষ্ণুতা’ আখ্যা দিয়ে সমালোচনায় মুখর হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সোমবার বিচারপতি মন্তব্য করেছেন, “একটি সংস্থার বিজ্ঞাপনে এক সমপ্রেমী যুগলকে দেখানো হয়েছিল। তার পরে জন-অসহিষ্ণুতার কারণে সেই বিজ্ঞাপন তাদের প্রত্যাহার করে নিতে হয়েছে। এই দুর্ভাগ্যজনক ঘটনা দেখিয়ে দিচ্ছে সমাজে কর্তৃত্ববাদী মনোভাব কতটা দৃঢ় ভাবে গেঁথে আছে এবং মহিলাদের কী ভাবে নিয়ত বৈষম্যের শিকার হতে হচ্ছে।”

মধ্যপ্রদেশের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ওই বিজ্ঞাপনের জন্য আইনি নোটিস পাঠানোর হুমকি দিয়েছিলেন ডাবরকে। বিজেপি-সঙ্ঘ পরিবারের সমর্থকরাও ভার্চুয়াল হামলা শুরু করে। তার পরেই বিজ্ঞাপনটি প্রত্যাহার করে সংস্থাটি। একই ভাবে বিজেপি ও নরোত্তম মিশ্রের হুমকির জেরে মঙ্গলসূত্রের বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছেন আজ ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী। অভিযোগ, সব্যসাচী এই বিজ্ঞাপনে স্বল্পবাস নারীকে দেখিয়েছেন। মিশ্র আজ দ্বিতীয় টুইটটি করে সব্যসাচীকে হুমকি দিয়েছেন, তাঁর সতর্কবার্তায় কান দেওয়া হয়েছে ভাল কথা। তবে একই ‘ভুল’ ফের করলে তিনি আর সতর্ক করবেন না। তার বদলে সরাসরি ব্যবস্থা নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement