Congress

ভারত জোড়োতেই যাত্রা শেষ! রায়পুরে কংগ্রেসের অধিবেশনে অবসরের বার্তা দিলেন সনিয়া?

কংগ্রেসের অধিবেশনে বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রা দলের কাছে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যাত্রা প্রমাণ করেছে যে, ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা এবং সাম্য চান।’’

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৯
Share:

ছত্তীসগঢ়ের রায়পুরে কংগ্রেসের অধিবেশনে সনিয়া গান্ধী। ফাইল চিত্র।

ছত্তীসগঢ়ের রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে অবসরের বার্তা দিলেন সনিয়া গান্ধী। শনিবার দলের প্রাক্তন সভানেত্রী বললেন, ‘‘যা আমাকে সবচেয়ে বেশি তৃপ্ত করে, তা হল আমার যাত্রা ভারত জোড়ো যাত্রার মাধ্যমেই শেষ হতে পারে।’’

Advertisement

রায়পুর অধিবেশনে হাজির এআইসিসির ১৫ হাজার প্রতিনিধির সামনে বক্তৃতায় সনিয়া তাঁর ছেলে রাহুলের কন্যাকুমারী থেকে কাশ্মীর পদযাত্রার প্রশংসা করেন। শনিবার তিনি বলেন, ‘‘ভারত জোড়ো যাত্রা দলের কাছে একটি গুরুত্বপূর্ণ মোড়। এই যাত্রা প্রমাণ করেছে যে, ভারতের জনগণ সম্প্রীতি, সহনশীলতা এবং সাম্য চান।’’ সেই সঙ্গেই বিজেপিকে নিশানা করে বলেন, ‘‘সংখ্যালঘু, দলিত, আদিবাসী, মহিলাদের বিরুদ্ধে বিজেপি ঘৃণার আগুন ছড়াচ্ছে।’’

রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় স্তরে সমমনস্ক দলগুলিকে নিয়ে জোট গঠনের বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, শুক্রবার অধিবেশনের প্রথম দিনে দলের সর্বোচ্চ স্তর— কংগ্রেস ওয়ার্কিং কমিটির অর্ধেক পদ দলিত, ওবিসি, আদিবাসী, সংখ্যালঘু, মহিলা ও তরুণ প্রজন্মের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি মল্লিকার্জুন খড়্গে-সহ কংগ্রেস শীর্ষনেতৃত্ব। ফলে এই অধিবেশনে ওয়ার্কিং কমিটির সদস্যপদের জন্য ভোটাভুটির সম্ভাবনা রইল না বলেই দলের অন্দরের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement