নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু কংগ্রেস নেতা বলজিন্দর সিংহ বাল্লির। ছবি: সংগৃহীত।
ঘরে ঢুকে পঞ্জাবের এক কংগ্রেস নেতা খুন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোগা জেলার দালা গ্রামে। নিহত বলজিন্দর সিংহ বাল্লি ছিলেন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে কংগ্রেস নেতাকে হত্যার দায় স্বীকার করেছেন কানাডায় পালানো পঞ্জাবের গ্যাংস্টার অর্শদীপ সিংহ গিল ওরফে আর্শ দালা।
৪৫ বছরের বলজিন্দর এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। নিকটজনেদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘নম্বরদার’ নামে। পুলিশ সূত্রে খবর, বলজিন্দরকে দুষ্কৃতীরা পর পর দু’টি গুলি করে। একটি গুলি কংগ্রেস নেতার বুক ফুঁড়ে বেরিয়ে যায়। অন্য গুলিটি লাগে তাঁর হাঁটুর উপরে। বলজিন্দর মোগার অজিওয়াল গ্রামের ব্লক সভাপতি ছিলেন। সোমবার রাতে তাঁকে খুন করতে বাইকে করে দু’জন দুষ্কৃতী এসেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের ভয়ে কানাডায় পালিয়ে যাওয়া স্থানীয় গ্যাংস্টার আর্শ দালা ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে তিনি খুনের দায় স্বীকার করেন। প্রসঙ্গত, বলজিন্দরের মতো আর্শ দালাও দালা গ্রামের বাসিন্দা ছিলেন। গ্যাংস্টারের দাবি, বলজিন্দরই তাঁকে অপরাধের দুনিয়ায় নিয়ে আসেন। তাঁর মাকে হেনস্থার অভিযোগও ফেসবুক পোস্টেই করেছেন আর্শ দালা।
এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, দু’জন শ্যুটার বলজিন্দরের বাড়ির ভিতরে ঢুকছেন। তখন বলজিন্দর বাড়ির বাইরে বারান্দায় দাঁড়িয়ে। দুষ্কৃতীরা তাঁকে দেখতে পেয়েই গুলি চালান। এক বয়স্ক ব্যক্তি দৌড়ে এসে বলজিন্দরকে ধরে ফেলেন। তাঁর কোলেই সংজ্ঞা হারান কংগ্রেস নেতা। তড়িঘড়ি বলজিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর্শ দালাকে জঙ্গি হিসাবে ঘোষণা করে। অতীতে খুন, ডাকাতি, রাহাজানির মতো একাধিক দুষ্কর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুলিশের খাতায় পলাতক আর্শ দালার বিরুদ্ধে। শোনা যায়, পুলিশের এনকাউন্টারের ভয়ে তিনি ভারত ছেড়ে কানাডায় পালিয়ে গিয়েছেন। এখন সেখান থেকেই অপরাধের কারবার চালান আর্শ দালা।