কমল নাথ।
ঝাবুয়ার জয়ে কিছুটা স্বস্তিতে মধ্যপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী কমল নাথ। অভিযোগ, বিরোধী শাসিত রাজ্যগুলিতে সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সম্প্রতি কর্নাটকে পালাবদল সেই অভিযোগকে আরও জোরালো করেছে। কংগ্রেস শিবিরের আশঙ্কা, মধ্যপ্রদেশের মতো রাজ্য, যেখানে সংখ্যাগরিষ্ঠতা সুতোয় ঝুলছে, সেখানে কমল নাথের কুর্সি ওল্টানোর চেষ্টা করতে পারে বিজেপি। লোকসভা ভোটের ফলাফলে সেই আশঙ্কা আরও বেড়েছিল।
বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়েও লোকসভায় মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে মাত্র একটি পেয়েছিল কংগ্রেস। ফলে এ বারের উপনির্বাচন কমল নাথের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বৃহস্পতিবার ঝাবুয়ায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে বিজেপির প্রতিদ্বন্দ্বী ভানু ভুরিয়াকে ২৭,৮০৪-এরও বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেসের কান্তিলাল ভুরিয়া। এতে বিজেপির অবস্থা আরও দুর্বল হল মধ্যপ্রদেশে, ১০৮টি আসন রইল তাদের। সংখ্যাগরিষ্ঠতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কংগ্রেস। ১১৫টি আসন এল তাদের দখলে। একটি আসনের ব্যবধান রইল সংখ্যাগরিষ্ঠতা থেকে।